২০২৪ সালে হঠাৎই যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার (Nilanjana Sharma) বিচ্ছেদের খবর নিয়ে গুঞ্জন শোনা যায়। যদিও যীশুর মুখে এই নিয়ে কোনো কথা শোনা যায়নি। বর্তমানে দুই মেয়ে জারা এবং সারাকে নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা। তবে আকার ইঙ্গিতে সবসময়ই নিজের বিচ্ছেদের কথা বুঝিয়ে দেন তিনি।
সম্প্রতি নীলাঞ্জনা (Nilanjana Sharma) সারা ও জারার ছোটবেলার একটি ছবি শেয়ার করলেন। যেখানে তাঁর কোলে ছোট্ট জরা। সারা পাশে দাঁড়িয়ে। আর সঙ্গে লিখলেন, ‘একটা বাচ্চা সবসময় মনে রাখবে, কে ওর পাশে ছিল। নাকি কে ওদের পিছনে টাকা খরচ করেছে। কারণ একসময় জামাকাপড় আর খেলনা ছোট পড়ে যায়। কিন্তু কখনও ওদের দেওয়া সময় আর ভালোবাসার দাম, সবসময় একই থাকে।’ দেখা গেলো মায়ের এই স্টোরি শেয়ার করেছেন সারা এবং সাথে দিয়েছেন একটি হৃদয় ইমোজি।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন লুচির হালুয়া
Image source-Google