সাড়ম্বরে সটরা বিদ্যাসাগর পাঠাগারের উদ্যোগে পালন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবস!

মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে সটরা বিদ্যাসাগর পাঠাগারের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ শিশু কিশোর উৎসব পালিত হলো আড়ষা থানার অন্তর্গত সটরা মোড়ের কাছে মিশিরডি নবকুঞ্জ মাঠে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে গত ১৫ই সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যার মধ্যে ছিলো ফুটবল ও ক্রিকেটের বিদ্যাসাগর স্মৃতি কাপ খেলা,তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, বসে লেখো, বসে আঁকো, কুইজ, আবৃত্তি, নাচ, গান ও ম্যারাথন দৌড়।

একইসঙ্গে অনুষ্ঠানের শেষ দিনে পুরস্কার বিতরণী এবং নাচ ও গানের প্রতিযোগিতা হয় এবং সারাদিন ধরে খিচুড়ি খাওয়ানো হয়।

অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ২০২৩ শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত আড়ষা কলেজের প্রিন্সিপাল বিদ্যাপতি কুমার মহাশয়। আড়ষা থানার সাব ইনস্পেক্টর উত্তম মন্ডল মহাশয় মিশিরডি MSK স্কুলের প্রধান শিক্ষক হরিশচন্দ্র কুমার মহাশয়, সটরা বিদ্যাসাগর পাঠাগারের সম্পাদক ধ্রুবেস্বর মাঝি, বিশিষ্ট পরিচালক অজয় কুমার মাঝি, ফটিক চন্দ্র মাঝি ও লাটুরাম কুমার, সটরা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক, সিরকাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

 

 

আরো দেখুন:See naughty adult chat page – chat, flirt, while having enjoyable in a safe and safe environment