বোরোলিনের রমরমা ব্যবসায় হাত রয়েছে খোদ বাংলার মুখ্যমন্ত্রীর!কিভাবে তিনি সাহায্য করলেন বোরোলিনের ব্যবসা বাড়াতে?কিভাবে তিনি সাহায্য করলেন বোরোলিনের ব্যবসা বাড়াতে?সেই কাহিনী নিজেই জানালেন তৃণমূল সুপ্রিমো!

বাঙালির ঘরে ঘরে পরিচিত জিনিস, বোরোলিন। টুকটাক কাঁটাছেঁড়া হোক বা শীতকালে ত্বক মসৃণ রাখতে অনেকেই দশকের পর দশক ধরে বোরোলিন ব্যবহার করে থাকেন। বলা ভালো, এটাই বাঙালির একমাত্র ভরসার অ্যান্টিসেপ্টিক ক্রিম। কিন্তু শুনলে অবাক হবেন, বোরোলিনের গুণগত মানের উন্নয়নে অবদান রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’ সভায় সেই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনিও ঠোঁট শুকিয়ে যাওয়া বন্ধ করতে বোরোলিন ব্যবহার করেন। কিন্তু আগে এই বোরোলিনের ক্রিমটি তাঁর আঠার মতো লাগত। সেই কারণে তিনি অরূপ বিশ্বাসকে একবার বলেছিলেন বোরোলিনের কর্তাদের ডেকে পাঠানোর জন্য। পাশাপাশি তিনি এও জানান, কীভাবে তার দেওয়া একটি আইডিয়া বোরোলিনের ব্যবসাকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে।

মঙ্গলবার মিষ্টির হাব তৈরির কথা বলতে গিয়েই বোরোলিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘‌আমরা সবাই বোরোলিন ব্যবহার করে থাকি। আমার ঠোঁট শুকিয়ে গেলে আমিও বোরোলিন ব্যবহার করি। একদিন আমি অরূপকে বললাম ওঁদের ডেকে নিয়ে আয়। আমি ওঁদের বললাম বোরোলিনের যে টিউব ও কৌটোগুলি রয়েছে তাতে ক্রিমটা আঠার মতো লাগছে। তাই বোরোলিনের বিক্রি কমছে। আমি ওঁদের বলি, বোরোলিনটা আরও সফট করুন। যাতে ঠোঁটে দিলে কিছু মনেই না হয়।’‌ মুখ্যমন্ত্রী এদিন আরও জানালেন, তিনিই চন্দনের সেন্টের বোরোলিনের আইডিয়া দিয়েছিলেন। সেই মতো বোরোলিন তৈরি করে তারা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন। তারপর আজকের এই চন্দনের বোরোলিন, ভ্যানিলা বোরোলিন তৈরি হচ্ছে। মমতা বলেন, ‘আমার এই একটা আইডিয়াতে বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় এক একটা ছোট ছোট টিপস আছে, যেগুলি করলে অনেক কাজে লাগে।’

উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে রাজ্যের মিষ্টির ব্যবসাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে দিচ্ছিলেন বিভিন্ন পরামর্শ। যুগের সঙ্গে খাপ খাইয়ে ব্যবসাকে পরবর্তী পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, তাও বোঝাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই সময়েই বোরোলিনকে দেওয়া তাঁর এই টিপসের কথা বলেন মমতা।

 

আরো দেখুন:Ajijul Hossain Mondal:৩০ শে আগস্ট সাড়ম্বরে পালন ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের জন্মদিন