শহীদ দিবসে মৃত বিকাশ টুডুর নিথর দেহ পৌঁছালো পুরুলিয়ার (Purulia) বান্দোয়ানে!শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে!
ফের রক্তাক্ত ২১ জুলাই। কাল ছিল তৃণমূলের শহীদ দিবস। এই দিনকে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীদের উত্সাহ-উদ্দীপনা সর্বদাই তুঙ্গে থাকে।আর এমন দিনেই প্রাণ হারান তৃনমূলের সক্রিয় কর্মী পুরুলিয়া বান্দোয়ানের বিকাশ টুডু।
জানা গিয়েছে, একুশে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরের রূপনারায়নপুর এর কাছে বাস দুর্ঘটনা ঘটে। এর এই দুর্ঘটনা কেড়ে নিল পুরুলিয়া বান্দোয়ানের বাসিন্দা বিকাশ টুডুর তরতাজা প্রাণ।
শনিবার বান্দোয়ানে পৌঁছায় বিকাশ টুডুর নিথর দেহ।দেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা কান্নায় ভেঙে পরেন।শোকে পাথর হয়ে যান বিকাশের পরিবার।এখন সরকার তাদের পাশে থাকে কিনা,সাহায্য করে নাকি,সেই আশায় রয়েছে পরিবার।
এদিকে এদিন মৃতদেহ পৌছাতে,বান্দোয়ানে আসেন, মেদিনীপুরের পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি।এবং সবরকম ভাবে দল এবং মুখ্যমন্ত্রী সাহায্য করবে বলে জানান।
মৃতদেহ দেখতে এসে এদিন একই কথা বলেন বান্দোয়ানের তৃনমূলে কংগ্রেসের সভাপতি রঘুনাথ মাঝিও।
এখন দল তাদের পাশে কতটা থাকে,সেদিকে নজর বান্দোয়ানের পরিবারের।
আরো পড়ুন:Recipe: বাইরের বৃষ্টি দেখতে দেখতে বাড়িতে জমিয়ে খান ঘরে বানানো ভুনা খিচুড়ি