শনিবার দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) সামনে বিজেপি কর্মীকে সপাটে থাপ্পড় কান্ড,এখন সবচেয়ে চর্চিত বিষয়!তবে এই বিষয়টাকে বিজেপির সুপরিকল্পিত পরিকল্পনার তকমা দিলেন বারাসাতের সাংসদ তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

সাংসদের মতে,ভারতীয় জনতা পার্টি পরিকল্পনামাফিক দিদির সুরক্ষা কবচ কর্মসূচি বাতিল এবং বানচাল করার জন্য তাদের কর্মসূচিতে মন্ডল সভাপতিকে লেলিয়ে দিয়েছিল।শনিবার একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন সাংসদ কাকলি।সেই সময় এই প্রসঙ্গ উঠে আসে সাংসদের মুখে।তিনি বলেন,-“যেসময় এই ঘটনা ঘটেছিল তখন মন্ত্রী পুজো দিচ্ছিলেন।আর সেই সুযোগ নেই বিজেপি।সেই সময় তিনি এমন বিরক্ত করছিলেন তখন আমাদের দলের একজন সমর্থক (যার বিরুদ্ধে থাপ্পড় মারার অভিযোগ) সে ওই বিজেপি কর্মীকে ধাক্কা দিয়ে দেয়।”

এরপরই স্পষ্ট করে সাংসদ আরো জানান,-যিনি ধাক্কা দিয়েছেন তিনি তৃণমূল দলের কেও হয় না।তিনি একজন সমর্থক।পরক্ষনেই সাংসদ বলেন,- আসলে বিজেপির মধ্যে আমাদের কর্মসূচি বানচাল করার অনেক চেষ্টা চলছিল।তাদের পরিকল্পনায় ছিল রাস্তা বন্ধ করব,ডেপুটেশন দেব।অথচ সবেতেই তারা ব্যর্থ।পাশাপাশি খাদ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন সাংসদ।আরো বলেন,-“আমরা জনগণের স্বার্থে কাজ করি,তাই এইভাবে কর্মসূচি বাতিল করা যাবে না।আমরা টিভির মাধ্যমে লোক দেখিয়ে প্রচারে বিশ্বাসী নয়,জনগণের স্বার্থে নিজেদের নিয়োগ করতে বিশ্বাসী।”

 

আরো পড়ুন:Devlina Kumar : বিকিনিতে সমুদ্র-যাপন দেবলীনার, ভাইরাল নিমেষের মধ্যেই