চোখের নিচে কালো দাগ পরে যায় তখন মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই লজ্জা করে। যদিও মেকাপ লাগিয়ে দাগ লুকানো সম্ভব কিন্তু দূর করা সম্ভব না।তবে ঘরোয়া কিছু উপায়ে অবলম্বন করতে পারলে আপনি পাবেন এসব থেকে মুক্তি ।

 

 

প্রাকৃতিক নিরাময়ের জন্য বাদাম তেল এবং ভিটামিন ই সমান পরিমাণে মেশানোর তারপরে, ঘুমানোর ঠিক আগে, মিশ্রণটি ডার্ক সার্কেলে আলতো করে ম্যাসাজ করুন। সকালে, ঠান্ডা জল দিয়ে এলাকা ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল অদৃশ্য না হওয়া পর্যন্ত রাতে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন।

 

চোখের নিচের হাইপারপিগমেন্টেশনকে হালকা করারআপনার যদি ডার্ক সার্কেল ( Dark circle under the eye)থাকে তাহলে অল্প পরিমাণ চন্দনের গুরার সাথে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগান। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে চোখের চারপাশের কজাল দাগ দূর হোয়ে যাবে।

 

 

চোখের ডার্ক সার্কাল দূর করতে ভিটামিন ই(Vitamin E) ক্যাপসুল কেটে তার ভেতরে রস বার করে চোখের নিচে হালকা হাতে ম্যাসাজ করুন। দেখবেন কয়েক দিন পর আস্তে আস্তে চোখের নিচে কালো দাগ দূর হচ্ছে।Dark circle under the eye

 

Image source-google