রাশিয়া-ইউক্রেন এর সংঘর্ষ এবারে বিশ্ববাজারে অশোধিত তেলের দামকে প্রভাবিত করল। গত সপ্তাহেই সেঞ্চুরি হাঁকিয়ে ছিল অশোধিত তেলের দাম। বুধবার এক লাফে ব্রেন্ট ক্রুড অয়েল(Brent Crude Oil) এর প্রতি ব্যারেল দাম বেড়ে প্রথমে ১১৩.৯৪ ডলারে পৌঁছে যায় ও পরে তা নেমে আসে ১১০ ডলারে। বিশ্ববাজারে অশোধিত তেলের দামের এরকম ওঠাপড়া দেখে আর্থিক উপদেষ্টার সংস্থা জে পি মর্গ্যান(JP Morgan) জানিয়েছে আগামী সপ্তাহেই দেশে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) দাম।
চার মাস আগে পর্যন্তও ভারতে পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) দাম ক্রমশ ওঠানামা করছিল। কিন্তু ভোটের আগেই সেই দাম স্থির হয়। তবে আবার সেই দাম পরের সপ্তাহ থেকে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুসারে ভারত যে বাস্কেট থেকে অশোধিত তেল কেনে, ১ মার্চ থেকে ব্যারেল প্রতি তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ ডলার, যা কিনা গত নভেম্বরেও ছিল ৮১.৫ ডলার। রাশিয়া ইউক্রেনের(Russia-Ukraine) যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে অশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ১৫০ ডলারে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আর্থিক উপদেষ্টা সংস্থা জে পি মর্গ্যান(JP Morgan) আশঙ্কা করছে ‘ভোট মেটার পরে আগামী সপ্তাহ থেকে দেশে ফের পেট্রল-ডিজ়েলের দাম বাড়তে পারে’। সংস্থাটির বক্তব্য সাধারণত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ঘরে লিটারপ্রতি ২.৫০ টাকা মুনাফা রাখত। কিন্তু ব্রেন্ট ক্রুড অয়েল(Brent Crude Oil) এর দাম বৃদ্ধির ফলে তেল সংস্থাগুলির লিটার পিছু ৫.৭০ টাকা করে লোকসান হচ্ছে। তাই লাভের মুখ দেখতে তাদেরকে ১০% বা লিটার প্রতি ৯ টাকা দাম বাড়াতে হবে। ফলে সামনের সপ্তাহ থেকেই পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী।