বাংলাজুড়ে ছড়িয়ে রয়েছে বাংলার অগ্নিকন্যা(Mamata Banerjee)মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ ভক্তরা।
রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন সময় থেকেই তৃণমূলনেত্রীর হাতে আঁকা ছবি আর তাঁর লেখা কবিতা রাজ্যবাসীর পাশাপাশি নানান মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
রাজ্যের ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েও তাঁর সেই ছবি আঁকা আর কবিতা লেখার কাজে ছেদ পড়েনি।
এখনও সময় সুযোগ পেলেই তিনি হাতে খাতা পেন তুলে নেন কবিতা লেখের জন্য।
মুখ্যমন্ত্রীর লেখা কবিতার বই এখন কলকাতা বইমেলার বেস্টসেলার হিসাবেও উঠে আসছে।
বাংলার অগ্নিকন্যাকে নিয়ে কবিতা অনেক মানুষই লিখলেও তা সবসময় সামনে উঠে আসে না। তাহলে ‘দিদি’কে নিয়ে লেখা কবিতা প্রকাশ পাবে না।
এবার সেই ব্যবস্থাই এবার করে দিল ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’।
জানা গেছে, মমতার (Mamata Banerjee) নামাঙ্কিত ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’ একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।
সেই পেজে বলা হয়েছে, ‘দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। লিখুন দিদিকে নিয়ে কবিতা।
অংশগ্রহণকারীদের মধ্যে যার কবিতা ভাল হবে তার কবিতাটি বাংলার গর্ব মমতা পেজে তুলে ধরা হবে।’
কবিতা পাঠানোর জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ওই বার্তায়। পাঠানো কবিতার শেষে ‘পোয়েট্রি ফর দিদি’ এই কথাগুলি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
সঙ্গে ‘বাংলার গর্ব মমতা’ পেজে ট্যাগ বা মেনশন করতে হবে। কিংবা কবিতাটি সরাসরি বাংলার গর্ব মমতা পেজের মেসেজ বক্সে পাঠাতে হবে।
সেই সব কবিতা থেকেই বাছাই করা কবিতা প্রকাশিত হবে ‘বাংলার গর্ব মমতা’ নামাঙ্কিত ফেসবুক পেজে।
এক সঙ্গে বলা হয়েছে ওই পেজটিকে ফলো করতে সঙ্গে আরও ৪জনকে ট্যাগ করতে।
মনে করা হচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে
ভোটকুশলি প্রশান্ত কিশোর কবিতার মাধ্যমে মমতাকে ঘিরে তৈরি হওয়া জনপ্রিয়তাকে দেশজুড়ে ছড়িয়ে দিতেই এই কবিতা উত্সবের আয়োজন করেছেন।