রাজ্যে ক্রমবর্ধমান করোনা(Corona) সংক্রমণের কারণে দু’টি সরকারি কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্কুল পড়ুয়াদের নিয়ে ‘ছাত্র সপ্তাহ’ কর্মসূচি পালনের জন্য দিন ঠিক করা হয়েছিল।
তা আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হল জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও।
সরকারি সূত্রের দাবি, দু’টি সরকারি কর্মসূচিই ‘বাতিল’ নয়। ‘স্থগিত’ করা হয়েছে। করোনা সংক্রমণের হ্রাস-বৃদ্ধির উপর ভিত্তি করে পরবর্তী সূচি পরে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বুধবার মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন,
করোনা(Corona) সংক্রমণ বাড়তে ৩রা জানুয়ারি অর্থাৎ, সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ আবার চালু করা হবে।
দরকার হলে স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিনের জন্য ‘ছুটি’ ঘোষণা করা হতে পারে।
সরকারের তরফে প্রতিদিন রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
সরকারি সূত্রের খবর, গত এক সপ্তাহে যে হারে রাজ্য এবং বিশেষত কলকাতায় সংক্রমণ(Corona) বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বিগ্ন নবান্ন।
শনিবার ওই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
তার পরেই সিদ্ধান্ত হয়, সোমবারের দু’টি সরকারি কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে।
সরকারি আধিকারিকদের বক্তব্য, রাজ্যে সংক্রমণের(Corona) হার উদ্বেগজনক ভাবে বাড়লেও হাসপাতালগুলিতে করোনা রোগীর ভিড় উপচে পড়ার মতো ঘটনা এখনও পর্যন্ত দেখা যায়নি।
তবে অক্সিজেন সহ অন্য চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগও ওঠেনি।
তা ছাড়া, সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার দ্বিতীয় ঢেউয়ের মতো আশঙ্কাজনক এখনও হয়ে ওঠেনি।
তবে বেড়েছে। এই পরিস্থিতিতে তাই আপাতত ‘ধীরে চলো নীতি’ নেওয়ার কথা ভাবা হয়েছে রাজ্য সরকারের তরফে।
তবে আপৎকালীন পরিস্থিতিতে সব রাস্তাই খোলা রাখা হচ্ছে।