Agnipath:অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ,পরিস্থিতি সামাল দিতে বড় ঘোষণা কেন্দ্রের!
অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ বিহার ও উত্তরপ্রদেশ।একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতেও। পাশাপাশি আঁচ এসে পড়েছে বাংলায় সহ হরিয়ানা…