মুম্বই(Mumbai) সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বাই পৌঁছেই মঙ্গলবার সন্ধ্যাতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো দেওয়ার পর মুম্বাইবাসীর(Mumbai) উদ্দেশ্যে তিনি বলেন,
‘‘এর আগে অনেক বার আসার ইচ্ছা হয়েছিল মুম্বাইতে।
কিন্তু সুযোগ হয়ে ওঠেনি।
এখানকার মন্দিরের পুরোহিত এবং ট্রাস্টের লোকেদের অনেক ধন্যবাদ।
এখানে সবার জন্য প্রার্থনা করেছি আমি।
সময় হলে আবার অবশ্যই আসব।’’
সব শেষে তিনি বললেন, ‘‘জয় মরাঠা, জয় বাংলা।’’
মমতার এই বারের মুম্বই(Mumbai) সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই।
মঙ্গলবার(Tuesday) দুপুরে মুম্বই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা জানান যে,
শরীর খারাপের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে না পারলেও তাঁর ছেলে আদিত্য ঠাকরে দেখা করবেন তিনি।
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘উদ্ধব ঠাকরে অসুস্থ। তাই ওঁর সঙ্গে দেখা হবে না আমার।
তবে ওঁর ছেলে আদিত্য দেখা করতে আসবেন।
এ ছাড়া এনসিপি প্রধানে শরদ পওয়ারের সঙ্গেও দেখা হওয়ার কথা রয়েছে।’’
পাশাপাশি মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
সাম্প্রতিক মমতার দিল্লি সফরে প্রশ্ন উঠেছিল সনিয়া গাঁধীর(Sonia Gandhi) সঙ্গে সাক্ষাতের বিষয়ে।
সেই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রীর সপাট জবাব ছিল, দিল্লি এলে সনিয়ার সঙ্গে দেখা করা কি বাধ্যতামূলক?
সেই সঙ্গেই তিনি তখন জানিয়েছিলেন, নভেম্বরের শেষে মুম্বই যাচ্ছেন শিল্প সম্মেলনে আমন্ত্রিত হয়ে।
সেই কথা মতই বর্তমানে মুম্বাইতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন – Alcohol: বিহারের বিধানসভায় পাওয়া গেল ফাঁকা মদের বোতলhttp://newz24hours.com/2021/11/empty-alcohol-bo…ar-assembly-hall/