মোহনবাগানের (Mohun Bagan) নতুন সভাপতি কে হবেন তা নিয়ে বেশ কিছু দিন ধরে ছিল নানান জল্পনা। সভাপতির জন্য উঠে আসছিল অনেক নাম। তবে অবশেষে ঘটল জল্পনার অবসান। ফের মোহনবাগানের সভাপতি হলেন স্বপনসাধন বসু। যাঁকে কলকাতা ময়দান থেকে শুরু করে ভারতীয় ফুটবল টুটু বসু নামেই চেনে।

আজ বুধবার, সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন মোহনবাগানের (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত। সুত্রের খবর, তিনি জানান, এর আগে ২০ বছরের সদস্য পদ থাকলে তবেই কেউ ক্লাবের সভাপতি হতে পারতেন। সেটা কমিয়ে ১৫ বছর করা হয়েছে। অর্থাৎ এর পরে যিনি সভাপতি হবেন, তাঁকে অন্তত ১৫ বছর ক্লাবের সদস্য থাকতে হবে। আগামী ৫-৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় এই নিয়ম পাশ হবে বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Rahul Dravid: রাহুল দ্রাবিড় কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

পাশাপাশি সচিব আরও জানিয়েছেন, টুটুর শরীরের কথা ভেবে সভাপতি হওয়ার জন্য ক্লাবের সদস্য থাকার সময় ২০ বছর থেকে কমিয়ে ১৫ বছর করা হয়েছে। তাঁর মতে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফের দায়িত্ব দেওয়া হয়েছে টুটুকেই।