বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে (BJP)। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। জেলা কমিটি থেকে ইস্তফা আরও ৫ সদস্যের। এক সপ্তাহে ২০ জনের জেলা কমিটি থেকে ইস্তফা। পদ না পেয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি জেলা সভাপতির।

 

জানা যায় রবিবার ইস্তফা দেওয়া বিদ্রোহী নেতারা বলেন, “আমরা চাই, গোটা জেলায় সুষ্ঠভাবে কাজ চলুক। আসল লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে! তা না করে নিজেদের মধ্যেই লড়াই করতে হচ্ছে। সকলের কাছে অনুরোধ, আগামী দিনে সুষ্ঠ ভাবে কাজ চলুক। লড়াই হোক তৃণমূলের বিরুদ্ধে। তাদের হটিয়ে আণরা যেন ক্ষমতায় আসতে পারি। সভাপতি যে ভাবে কমিটি গড়ছেন, তাতে ক্ষোভ রয়েছে অনেকের।”

 

অন্য দিকে, বারাসতে জেলা বিজেপির (BJP) সভাপতি তাপস মিত্র বলেন, “কে কে ইস্তফা দিয়েছেন, আমি জানি না। এখনও কোনও চিঠি পাইনি। আগের বারও ১৫ জন ইস্তফা দিয়েছিলেন বলে খবর পেয়েছিলাম। পরে তাঁদের অধিকাংশই বলছেন, ভুল বুঝিয়ে, হুমকি দিয়ে কাগজে সই করানো হয়েছে। আসলে যাঁরা পদ পাননি, তাঁরাই এ সব করছে। সবাই ভাইস প্রেসিডেন্ট, সম্পাদক হতে চাইলে তো হবে না! দলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পদ রয়েছে আমাদের।”

 

আরো পড়ুন:BJP:অমিত শাহের সফরের মাঝেই পদত্যাগ করলেন ৮০ জন বিজেপি নেতা-কর্মী