উত্তরাখণ্ড থেকে এবার কি রাজ্যসভায় (Locket) লকেট চট্টোপাধ্যায়! উত্তরাখণ্ডের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লকেট চট্টোপাধ্যায়।
অমিত শাহ ,জেপি নাড্ডার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাত্ হয়েছে। এই সাক্ষাত্ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজধানীতে একের পর এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে চলেছেন লকেট চট্টোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এবার বৈঠক করেছেন। নবরাত্রি উপলক্ষে আশীর্বাদ করছেন নরেন্দ্র মোদী।
ট্যুইটে সেই কথা নিজেই জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
লকেট চট্টোপাধ্যায়কে (Locket) নিয়ে দলের অন্দরে দোলাচল কম হয়নি। রাজ্যস্তরে দলীয় কর্মসূচি এবং বৈঠকগুলোতে সেভাবে তাকে চোখে পড়ে না।
অথচ লকেট চট্টোপাধ্যায় জাতীয় স্তরে কিন্তু বেশ সক্রিয়। দলের অন্দরে আবার ক্ষোভ নিয়ে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও দলীয় সমর্থন নিয়ে নালিশ করে এলেন লকেট চট্টোপাধ্যায়? সেই প্রশ্নটা থেকেই থাকছে।
অন্যদিকে জানা গিয়েছে রাজ্যসভার সাংসদ হওয়া নিয়ে নিজের ইচ্ছের কথা ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।