দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) মূর্তিকে ঘিরে উঠেছিল তীব্র বিতর্ক। গুঞ্জন রটে, পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) ২০১৫ সালে নব কলেবর উৎসবের সময় ব্যবহৃত নিমকাঠের অবশিষ্টাংশ চুরি করে তা দিয়ে দিঘার মূর্তি তৈরি করা হয়েছে। অভিযোগ এতটাই বিস্তার লাভ করে যে ওড়িশা সরকার বাধ্য হয় তদন্তের নির্দেশ দিতে।
তবে সম্প্রতি সেই অভিযোগ পুরোপুরি ভুয়ো বলেই জানিয়ে দিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তাঁর স্পষ্ট বক্তব্য, “দিঘার জগন্নাথ বিগ্রহ পুরীর কোনো উদবৃত্ত কাঠ দিয়ে বানানো হয়নি। বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত হয়েছে। মহারানা সেবক সমাজ এবং দ্বৈতাপতি সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর স্পষ্ট বোঝা গেছে—উদবৃত্ত কাঠ দিয়ে নতুন কোনও মূর্তি বানানো সম্ভবই ছিল না। ভুল তথ্যের উপর ভিত্তি করেই কুৎসা ছড়ানো হয়েছিল।”
এই সত্য সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে বলা হয়েছিল, আমি কাঠ চুরি করিয়েছি! এখন যারা এইসব অভিযোগ তুলেছিলেন, তারাই বলছেন সেটা মিথ্যে। মুখে যেন ঝামা ঘষা পড়ল না?” মমতার আক্ষেপ, “আমরা এত সুন্দর একটা মন্দির গড়ে তুললাম, আর তার পরেই কুৎসা! কিন্তু মানুষ ঠিক বিচার করবে—সময় হলে কড়ায়-গণ্ডায় জবাব দেবে।”
আরও পড়ুন:Pahalgam Attack: পহেলগাঁও হামলার ছায়ায় দিল্লিতে তোলপাড়, মোদি-রাহুল বৈঠকে বাড়ছে জল্পনা