প্রায় এক বছর ধরে চলছিল গুঞ্জন—বিচ্ছেদের পথে কি তবে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwariya Rai Bachchan)? বিশেষ করে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের অনুষ্ঠানে একসঙ্গে দেখা না যাওয়ায় সেই জল্পনা আরও তীব্র হয়েছিল। যদিও আরাধ্যার জন্মদিন একসঙ্গে পালন করেন তাঁরা, পরে মেয়ের স্কুল অনুষ্ঠানে যুগলভাবে হাজিরাও দেন। তবুও গুজব থামেনি।
তবে ১৮তম বিবাহবার্ষিকীতে সেই সব গুঞ্জনে যেন নিজেই ইতি টানলেন ঐশ্বর্যা (Aishwariya Rai Bachchan)। স্বামী ও মেয়ের সঙ্গে বিবাহবার্ষিকীর মুহূর্ত ভাগ করে নিয়ে প্রমাণ করে দিলেন—সব ঠিকঠাকই চলছে তাঁদের দাম্পত্যে।
কম কথা বলা ঐশ্বর্যা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। তবুও তাঁর সংযত প্রকাশেই বার্তা স্পষ্ট—পরিবার নিয়ে তিনি এখনও সুখেই আছেন।
আরো পড়ুন: Janhavi Kapoor: পুরুষদের দিকে কোন প্রশ্ন ছুঁড়ে দিলেন জাহ্নবী