হৃতিক রোশনের সৌন্দর্যে মুগ্ধ অনেকে। শুধুই মহিলা অনুরাগীরা নন, বহু পুরুষও তাঁকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। তাঁর মূর্ত সৌন্দর্যের জন্য অনেকেই তাঁকে ‘গ্রিক গড’ নামে ডাকেন। তবে এত প্রশংসার মাঝেও হৃতিক রোশন সামান্থা রুথ প্রভুর মন জয় করতে পারেননি। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা বলেছিলেন দক্ষিণী তারকা সামান্থা (Samantha Ruth Prabhu)।
সাক্ষাৎকারে অভিনেতাদের সৌন্দর্য বিচার করে নম্বর দিতে বলা হয়েছিল সামান্থাকে। মহেশ বাবুকে ১০-এর মধ্যে ১০ দিয়ে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। অকপটে বলেন, “এ নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই।” কিন্তু যখন হৃতিকের প্রসঙ্গ ওঠে, সামান্থা বলেন, “এ কথা বললে সবাই হয়তো রেগে যাবে, কিন্তু আমার হৃতিককে তেমন ভাল লাগে না। আমার মতে, ওর মধ্যে কিছুটা অতিরিক্ত আড়ম্বর আছে। আমি ওকে ১০ এর মধ্যে ৭ দেব।”
নাগা চৈতন্য, অর্থাৎ তাঁর প্রাক্তন স্বামী সম্পর্কে প্রশ্ন করা হলে সামান্থার (Samantha Ruth Prabhu) উত্তর ছিল, “অবশ্যই ১০-এর মধ্যে ১০।” রণবীর কপূরকে তিনি দিয়েছিলেন ৮ নম্বর। এরপর শাহিদ কপূরের প্রসঙ্গ উঠলে সামান্থা বলেন, “‘কামিনে’ ছবির আগের শাহিদকে আমি ৪ দিতাম। তবে ওই ছবির পর শাহিদের নম্বর হবে ৯।”
আরো পড়ুন: Karan Johar: কর্ণ জোহরের খারাপ অবস্থার জন্য দায়ী কে?
Image source-Google