রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য সুখবর এসেছে। শারদোৎসব ও ঈদের আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিমের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর এই বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যারা প্রতি মাসে ৪৪ হাজার টাকা বা তার কম বেতন পান, তারা এবছর ৬,৮০০ টাকা অ্যাড হক বোনাস পাবেন। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল ৬,০০০ টাকা এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার টাকা। এবছর বোনাসের (Bonus) পরিমাণে ৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, উৎসব অগ্রিমের পরিমাণও বেড়েছে। যারা প্রতি মাসে ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তারা এবছর ২০,০০০ টাকা উৎসব অগ্রিম পাবেন। গত বছর উৎসব অগ্রিমের পরিমাণ ছিল ১৮,০০০ টাকা, এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা। এবছর ২,০০০ টাকা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে।

পেনশনভোগীদের জন্যও বিশেষ ঘোষণা করা হয়েছে। যারা ৩৮ হাজার টাকা বা তার কম পেনশন পান, তারা এবছর ৩,৫০০ টাকা উৎসব ভাতা পাবেন। গত বছর এই পরিমাণ ছিল ৩,২০০ টাকা। পেনশনের ঊর্ধ্বসীমাও বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার থেকে ৩৮ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া, রাজ্য সরকারি অধীনস্থ সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরাও এই বোনাস এবং অগ্রিম সুবিধা পাবেন।

রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের প্রতি তাঁর মমত্ববোধের প্রমাণ।’’

এছাড়া, অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তীও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং ঈদের আগে এটি পেনশনভোগীদের জন্য এক শুভ সংবাদ বলে জানিয়েছেন।

 

আরও পড়ুন:A. R. Rahman: রমজানের উপবাস করে অসুস্থ হয়ে পড়লেন এ আর রহমান

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *