দীর্ঘদিনের বন্ধুত্ব প্রেমে পরিণতি পেয়েছিল ২০২৩ এ। কিন্তু কয়েক মাসের মধ্যেই ছন্দপতন। আলাদা হয়ে যান টেলিভিশনের চর্চিত মুখ সোহেল এবং তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। তবে এবছর ভালোবাসার দিবসে আবার এক হয়েছেন দুজনে। পুরানো সব মনোমালিন্য মিটিয়ে কাছাকাছি এসেছেন দুজনে।

তিয়াসার (Tiyasha Lepcha) কথায়, ‘‘আসলে আমাদের ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছিল এক সময়। তখনই আলাদা হই। কিন্তু আলাদা থাকতে গিয়ে বুঝলাম সোহেলের অভাব অনুভব করছি। কারণ ওর মতো আর কেউ আমার খেয়াল রাখতে পারে না। তবে শুধু আমি না। সোহেলও বুঝতে পেরেছে আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারব না।’’

যদিও বিচ্ছেদের জন্য নিজের একরোখা মনোভাবকেই দায়ী করেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘বিচ্ছেদের পর বুঝেছি, ওর কথা একবাক্যে মেনে চলব। সোহেল যদি কিছু নিষেধ করে, ওর কথা মেনে নেব। কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি না, মানুষ চিনতে ভুল করি, যেটা সোহেল পারে।” তিনি এও বলেন সম্পর্কে তিনি এমন কিছু মানুষের জন্য ঝামেলা করেছিলেন যারা আদেও তার বন্ধু নন।

তিয়াশা মনে করেন এত মনোমালিন্যের পর দুজনের কাছাকাছি আসা জরুরি ছিল। তবে এখনই বিয়ের কোন কথা ভাবছেন না তারা। এখন শুধু তারা একে অপরের সাথে সময় কাটিয়ে ভাল থাকতে চান।

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মুলোর ঘণ্ট

Image source-Google

By Torsha