ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য দীর্ঘ দিন কাজ করছে সেচ্ছাসেবী সংস্থা ‘লাইফ বিয়ন্ড ক্যানসার’। গত কয়েক বছর ধরেই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘দ্য লাইভ অ্যাক্ট-সিজ়ন ফাইভ’। নেপথ্য ভাবনা ভাগ করে নিলেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা (Rituparna Sengupta) বলছিলেন, ‘‘বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা খরচসাপেক্ষ। শুরুতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিক ভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়। সেখানে ওদের পাশে দাঁড়িয়ে আমি কয়েক বছর ধরে আমার মতো করে চেষ্টা করছি।’’ এই ভাবনা থেকেই আয়োজিত হচ্ছে অনুষ্ঠান।

আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রবীন্দ্রসদনে বিশেষ অনুষ্ঠানে থাকছে । যেখানে নৃত্য প্রদর্শন করবেন দেবলীনা দত্ত এবং ঋতুপর্ণা, গান গাইবেন অনীক ধর এবং আরমান খান এবং অনুষ্ঠান পরিচালনা করবেন চৈতি ঘোষাল এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

ছোটো ছোটো বাচ্চাদের এই লড়াই দেখে নিজেকে সামলাতে পারেননি। তাই তাদের লড়াইতে শামিল হতে চান নায়িকা। ঋতুপর্ণা (Rituparna Sengupta) বললেন, ‘‘পার্থদা (পার্থ সরকার) দীর্ঘ দিন ধরে এই সংস্থার অধীনে বাচ্চাদের জন্য ভাল কাজ করছেন। এর আগেও আমাদের অনুষ্ঠানে ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, সৌরেন্দ্র-সৌম্যজিৎ পারফর্ম করেছেন। সময়ের সঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতাল এই শিশুদের চিকিৎসার জন্য জায়গা করে দিয়েছে। আগামী দিনে আমরা আরও ভাল কাজ করার চেষ্টা করব।’’

আরও পড়ুন: Kiran Dutta: Beerbiceps কে চেনেন না বললেন কিরণ dott

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *