ক্যান্সারে যখন আক্রান্ত ছিল আয়ুষ্মান পত্নী তখন কিন্তু স্ত্রীকে আগলে রেখেছেন আয়ুষ্মান একজন দায়িত্ববান স্বামীর মতো। চকলেট ডে তে সেইসব দিনের কোথায় তুলে ধরলেন তাহিরা (Tahira Kashyap)।

প্রেমদিবসের এ বিষয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা-পত্নী। বলেছেন, “এক সঙ্গে অনেকটা সময় কাটানো, পরস্পরকে অনেক কিছু উপহার দেওয়া— আমাদের ছিল না। প্রেমদিবসের আগে এত দিবস পালনের হিড়িকও ছিল না। আমাদের ভাঁড়ারে এমন অনেক ছোট ছোট মুহূর্তে রয়েছে যা উপহারের থেকে অনেক দামি।” প্রতি দিন তাহিরার (Tahira Kashyap) বাড়ির সামনে দিয়ে বন্ধুর গাড়িতে চেপে আয়ুষ্মান যেতেন, নির্দিষ্ট সময়ে। গাড়ির আওয়াজ শুনেই তাহিরা বুঝতে পারতেন, তিনি আসছেন! তাহিরার দাবি, “তখন তাতেই যে কী উন্মাদনা! আর বাকি সময় ধরে অপেক্ষা, পরের দিনটা কখন আসবে?”

অভিনেতাও এই বিষয় বলেছেন, “তাহিরার তখন দ্বাদশ শ্রেণি। আমরা দু’জনে বন্ধু। অনেক গুলো বছর আমরা খুব ভাল বন্ধু হয়ে কাটিয়েছি। একটা সময়ের পর বুঝলাম, ও ‘বন্ধু’র থেকেও বেশি। তাহিরাকে ছাড়া আমার চলবে না। তখনই বিয়ের সিদ্ধান্ত নিই।”

আরও পড়ুন: CV Ananda Bose: রাজ্যপালের ভাষণে নিয়ে ক্ষিপ্ত বিরোধী দলনেতা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *