তাকে ছবির প্রচারে খুব একটা এগিয়ে আসতে দেখা যায়না। এদিকে এবার সেই এগিয়ে এলেন দেবের প্রযোজিত ছবির প্রচারে। কথা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) নিয়ে। তার মতে, তিনি প্রথমে মঞ্চাভিনেতা। বিনোদনী দাসী বঙ্গ রঙ্গালয়ের ইতিহাসের মুকুটহীন সম্রাজ্ঞী। তাই নিজের তাগিদেই এই ছবির প্রচারে।

অনির্বাণ (Anirban Bhattacharya) বলছেন, “বাংলা থিয়েটারের মুকুটহীন সম্রাজ্ঞী নটী বিনোদিনীর আখ্যান অবলম্বনে, তাঁর জীবনের নানা জানা-অজানা কথা নিয়ে আসছে ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ২৩ জানুয়ারি মুক্তি পাবে রামকমল মুখোপাধ্যায়ের ছবিটি। একজন অভিনেতা হিসেবে, থিয়েটারকর্মী এবং চলচ্চিত্রকর্মী হিসেবে মুখ্য অভিনেত্রী রুক্মিণীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

রুক্মিণীর পাশাপাশি এই ছবির সম্পদ পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, মীর আফসার আলির মতো অভিনেতা— সে কথা জানাতেও ভোলেননি তিনি। ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে তাই তিনি মন থেকে আগাম শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে প্রশংসা করেছেন ছবির প্রযোজক দেবের। অনির্বাণের কথায়, “এ রকম একটা ছবি দেব নিয়ে আসছেন। তিনি বাংলা বিনোদন দুনিয়ার ভরসাস্থল হয়ে উঠেছেন। তাঁকেও শুভেচ্ছা।”

২৩ জানুয়ারি মুক্তি পাবে দেব-রুক্মিণীর ‘বিনোদিনী’। তার আগে অনির্বাণের এই প্রচার অনুরাগীদের মনে একটি ইতিবাচক ছাপ ফেলবে তা পরিষ্কার। এক অনুরাগী মন্তব্যবাক্সে লিখেই ফেলেছেন, “‘রঘু ডাকাত’ ছবিতে তার মানে অনির্বাণদা থাকবেন। আবার দেবদা আর অনির্বাণদাকে একসঙ্গে দেখতে পাব, ‘গোলন্দাজ’-এর পর।”

আরও পড়ুন: Blood Donation Camp:একগুচ্ছ সামাজিক কর্মসূচির মাধ্যমে মহম্মদপুরে শিলপোতা মোড়ে রক্তদান শিবিরে চাঁদের হাট!

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *