কিছুদিন আগে মাঝরাতে সময় হামলা হয়েছে করিনা ও সইফের (Saif Ali Khan) বিলাসবহুল ফ্ল্যাটে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে সেই সময় এক পরিচালক ও বড় ছেলে ইব্রাহিম তার সাথে ছিল। প্রাথমিকভাবে সইফের (Saif Ali Khan) বাহুতে আঘাত লেগেছে। তার শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সইফের অবস্থা শুনে আতঙ্কিত রবীনা (Raveena Tandon)। জানালেন ব্রান্দ্রাতে চুরি, ছিনতাই বেড়েই চলেছে।
রবীনার (Raveena Tandon) কথায়, “আসলে তারকাদের আক্রমণ করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। একদা সুরক্ষিত এই এলাকার পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। জুলুমবাজি থেকে জমি দখল, হকারদের দৌরাত্ম্য এখন গোটা এলাকা জুড়ে। এ ছাড়া বাইকে চেপে চেন থেকে ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। এগুলি বন্ধ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।’’
আরও পড়ুন: Saif Ali Khan: সব জল্পনার অবসান ঘটলো জের ন্যানির কথায়
Image source-Google