কিছুদিন আগে মাঝরাতে সময় হামলা হয়েছে করিনা ও সইফের (Saif Ali Khan) বিলাসবহুল ফ্ল্যাটে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী ঘটেছিল সেদিন তাই নিয়ে জল্পনা উঠেছে অনুরাগী মহলে। এবার সেই বিষয় মুখ খুললেন

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি ভেবেছিলাম, করিনাই হয়তো জেহ বাবাকে দেখতে এসেছেন। তার পরেই মনে হল, কিছু একটা সমস্যা হয়েছে। আমি উঠে দেখতে যাই। এক ব্যক্তির ছায়া দেখতে পাই তখন।”

তিনি বলেন, “শৌচালয় থেকে সেই ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখি। তার পরেই সে জেহ বাবার ঘরে ঢোকার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে সতর্ক হই।” এরপর সকলকে সতর্ক করে তিনি বলেন, “কেউ কোনও শব্দ করবে না। কেউ ঘরের বাইরে যাবে না।” এই বলে কোনো মতে জেহ কি কোলে নিয়ে তার ন্যানি পালাতে গেল দুষ্কৃতি দেখতে পেয়ে একটি কাঠের লাঠি দিয়ে ন্যানিকে মারে এবং কব্জিতে ধারালো বস্তু দিয়ে আঘাত করে।

ভয় না পেয়ে এলিয়াম্মা দুষ্কৃতীকে কী চায় প্রশ্ন করলে সে বলে এক কোটি টাকার কথা। এই সময় জেহ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায় এবং পুত্রের কান্না শুনে ছুটে আসে সইফ ও করিনা। তারপরেই দুষ্কৃতী হামলা করেন সইফের ওপর।

আরো পড়ুন: Tiger in Purulia Update:ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জিনাত-সঙ্গী!

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *