গতকাল মাঝরাতে সময় হামলা হয়েছে করিনা ও সইফের (Saif Ali Khan) বিলাসবহুল ফ্ল্যাটে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে সেই সময় এক পরিচালক ও বড় ছেলে ইব্রাহিম তার সাথে ছিল। প্রাথমিকভাবে সইফের (Saif Ali Khan) বাহুতে আঘাত লেগেছে। তার শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপাতত অস্ত্রোপচার করা হচ্ছে অভিনেতার।
তবে পরিবারের বাকি সদস্যরা নিরাপদে আছে এমনটাই জানিয়েছেন করিনা কাপুর খান। করিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “করিনা ও সইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।”
আরও পড়ুন: Madhuri Dikshit: মাধুরীর ঘরোয়া উপায় ক্লান্তির ছাপ দূর করুন
Image source-Google