সম্প্রতি ফসিলস ব্যান্ডের অন্যতম সদস্য চন্দ্রমৌলির (Chandramouli Biswas) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার ফ্ল্যাট থেকে। যেই মানুষ সকালে নিজের ফেসবুকের ডিপি পরিবর্তন করেছেন সেই রাতের মধ্যে কেনো এমন করে বসলেন এই নিয়েই মানুষের মধ্যে আলোচনার শেষ নেই। তবে আসল কারণ ছিল গানের জগতে থেকেও ঠিক মত উপার্জন করতে না পারায় অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি বিশ্বাস (Chandramouli Biswas)।
সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর সিধু। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “নতুন ব্যান্ড উঠে আসছে না। এর পিছনে অসংখ্য কারণ রয়েছে। আসলে সঙ্গীত জগতের কোনও ‘ইন্ডাস্ট্রি’ নেই। চলচ্চিত্র জগতে কিন্তু ‘ইন্ডাস্ট্রি’ রয়েছে। আমাদের জগতে তো কোনও প্রযোজকই নেই। ছবির গানের ক্ষেত্রে প্রযোজক রয়েছেন। কিন্তু ছবির বাইরে অর্থাৎ স্বাধীন গানবাজনার ক্ষেত্রে প্রযোজক কোথায়? আর প্রযোজক না থাকলে সেই গানের প্রচারও নেই। প্রযোজক ও শিল্পীর টাকা উঠিয়ে আনার তো একটা পদ্ধতি রয়েছে। কিন্তু সেই কাঠামোটাই নেই। বেতার মাধ্যমে তো আমাদের গান এখন বাজানোই হয় না। একটা সময়ে বাংলা গান বাজানো হত। সহজেই মানুষের কাছে পৌঁছে যেত বহু গান। ‘নীল নির্জনে’, ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’ অথবা ‘ওর’ম তাকিয়ো না’র মতো গান খুব সহজেই মানুষ শুনতে পেত।”
তা হলে এখন বেতার মাধ্যমে ব্রাত্য বাংলা গান? উত্তরে সিধু বলেন, “আমরা এই প্রশ্ন করলে বলা হয়, মুম্বইয়ের অফিস থেকেই স্থির করে দেওয়া হয়, কী কী গান বাজানো হবে। তাই কী ভাবে মানুষ শুনতে পাবে, নতুন কী কী গান তৈরি হচ্ছে। শোনার পরে তো শ্রোতারা বলবেন, নতুন গান ভাল না কি খারাপ লাগছে।”
আরও পড়ুন: Chandramouli Biswas: চন্দ্রমৌলি মারা যেতেই দেবদীপ কোন্ দিকে আঙুল তুললেন?
Image source-Google