বিতর্কিত মন্তব্য করার জন্য সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রকাশিত হতে চলেছে তার নতুন সিনেমা “ইমার্জেন্সি”। সেই ছবির প্রচারে অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’- এর মঞ্চে হাজির হয়ে এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে করণ জোহর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা (Kangana Ranaut)।

এক প্রতিযোগী কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘আপনার এবং করণ জোহরের মধ্যে অনেক বিতর্ক আমরা দেখেছি। ভবিষ্যতে তিনি যদি আপনাকে কোনও ছবি করার প্রস্তাব দেন, আপনি কি তা করবেন?’ এর উত্তরে কঙ্গনা মুচকি হেসে বলেন, ‘বরং আমি করণ স্যারকে নিয়ে ছবি করব। ওঁর আমার সঙ্গে কাজ করা উচিত। আমি ওঁকে দারুণ একটি চরিত্র দেব। তবে সেটা ননদ-শাশুড়ি বা বৌমার চুগলিবাজির গল্প হবে না বরং একেবারে সিরিয়াস একটি সিনেমা হবে।’

এর আগে দ্য লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, করণকে তাঁর বায়োপিকে ‘স্টেরিওটাইপিক্যাল ভিলেন’ হিসেবে দেখাবেন। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে কঙ্গনা এবার বলেন, ‘এখন আমার জীবনে আরও বড় ভিলেন এসেছে। এরকম ছোটোখাটো লোকাল ভিলেন চলবে না!’ এর আগেও ২০১৭ সালে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে কঙ্গনা সরাসরি করণকে ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। সেই বক্তব্য আজও আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুন :

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *