বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা।
দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে গীতা এলএলবি (৭.৯)। দ্বিতীয় স্থানে আছে পরিণীতা (৭.৮)। তৃতীয় স্থানে আছে ফুলকি (৭.৭)। চতুর্থ স্থানে নেমে এসেছে কথা (৭.৩)। পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৭.২)।
দেখে নিই প্রথম দশে কারা আছে
প্রথম: গীতা এলএলবি (৭.৯)
দ্বিতীয়: পরিণীতা (৭.৮)
তৃতীয়: ফুলকি (৭.৭)
চতুর্থ: কথা (৭.৩)
পঞ্চম: জগদ্ধাত্রী (৭.২)
ষষ্ঠ: উড়ান (৬.৯)
সপ্তম: রাঙামতি তীরন্দাজ/ কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
অষ্টম: গৃহপ্রবেশ (৬.৩)
নবম: শুভ বিবাহ (৫.৮)
দশম: মিত্তির বাড়ি/ তেঁতুলপাতা (৫.৬)
আরো পড়ুন: RG Kar: শিয়ালদহ আদালতে সঞ্জয়ের ভাগ্য নির্ধারণ
Image source-Google