টলিপাড়ার অনেকদিন ধরেই শোলাঙ্কি (Solanki Roy) ও সোহমকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলেন সোহমের কারণেই ডিভোর্স হয়েছে শোলাঙ্কির। বেশ অনেকসময়ই তাদের একসাথে দেখা যায়। কখনো কখনো আবার সোস্যাল মিডিয়ার পাতায় ধরা পড়ে তাদের খুনসুটি। কিন্তু সত্যিই কি প্রেম করছেন নায়িকা? কি বললেন তিনি?
এই বিষয়ে শোলাঙ্কি (Solanki Roy) জানান, ‘না, ও শুধুই বন্ধু। সোহমের মতো আমার আরও অনেক বন্ধু আছে। এই মুহূর্তে আমি একদম সিঙ্গেল। আগামী দিনে প্রেম নিয়ে চিন্তা করব কিন্তু এখন নয়। এখন কাজেই মন দিতে চাই। যদি কারওর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার হয়, সেটা নিজে থেকেই হবে। জোর করে যেমন সম্পর্ক তৈরি করা যায় না তেমন জোর করে নিজেকে আটকানোও যায় না।’
তিনি আরো বলেন, ‘আমি একটা থিওরিতে বিশ্বাস করি। আমার জীবন আশি শতাংশই জনগণের। আশি শতাংশই জনসাধারণের চর্চার মধ্যে থাকে। কিন্তু ২০ শতাংশটা আমার। আর সেটা ভীষণভাবেই আমার। যে কোনও মানুষের ব্যক্তিগত জায়গাটা খুব যত্ন করে গুছিয়ে রাখা একটা জায়গা। সেখানে যখন অনেক মানুষের মন্তব্য চলে আসে.. বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষের, সমস্ত বিষয়ে কথা বলার স্বাধীনতা রয়েছে। আগে আমরা দুবার ভাবতাম কিছু বলার আগে। কারণ মুখের সামনে গিয়ে কথাগুলো বলতে হত তো.. সেটা আমাদের থামাত। এখন সেই ফিল্টারটা আর নেই। আর আমরা সবাই মানুষ। ওই সমস্ত মন্তব্য একেবারে প্রভাব ফেলবে না এটা হয় না। ভীষণ প্রভাব ফেলে। তাই আমার মনে হয়, ব্যক্তিগত জীবনটাকে যত আড়ালে রাখব, ওটা তত সুরক্ষিত থাকবে। আর কোনও কারণ নেই। এই কারণেই আমি আমার সম্পর্ক, পরিবার, বন্ধু সমস্ত কিছুকে একেবারে বন্ধ করে রাখি।’
আরও পড়ুন: Kangana Ranaut: প্রথম ছবি পরিচালনা করে অনুপমকেই হিরো বললেন কঙ্গনা
Image source-Google