টলিপাড়ার অনেকদিন ধরেই শোলাঙ্কি (Solanki Roy) ও সোহমকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলেন সোহমের কারণেই ডিভোর্স হয়েছে শোলাঙ্কির। বেশ অনেকসময়ই তাদের একসাথে দেখা যায়। কখনো কখনো আবার সোস্যাল মিডিয়ার পাতায় ধরা পড়ে তাদের খুনসুটি। কিন্তু সত্যিই কি প্রেম করছেন নায়িকা? কি বললেন তিনি?
এই বিষয়ে শোলাঙ্কি (Solanki Roy) জানান, ‘না, ও শুধুই বন্ধু। সোহমের মতো আমার আরও অনেক বন্ধু আছে। এই মুহূর্তে আমি একদম সিঙ্গেল। আগামী দিনে প্রেম নিয়ে চিন্তা করব কিন্তু এখন নয়। এখন কাজেই মন দিতে চাই। যদি কারওর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার হয়, সেটা নিজে থেকেই হবে। জোর করে যেমন সম্পর্ক তৈরি করা যায় না তেমন জোর করে নিজেকে আটকানোও যায় না।’
উল্লেখ্য শোলাঙ্কিকে এরপর দেখা যাবে ভাগ্যলক্ষী এবং বিষহরিতে দেখা যাবে।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন সয়া মুইঠ্যা
Image source-Google