কথা ধারাবাহিকে সাহেব এবং সুস্মিতার জুটি এখন দারুণ হিট। অনস্ক্রিন ও অফস্ক্রিন তাদের রসায়ন দারুন। ঝগড়া, মারপিট, খুনসুটি তাদের সম্পর্কে রসদ যোগায়। এবার সাহেবের জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুস্মিতা দে (Susmita Dey)। কি লিখলেন তিনি?

ছবিগুলো পোস্ট করে এদিন সুস্মিতা দে (Sushmita Dey) লেখেন, ‘আরও একটা দুর্দান্ত বছরের জন্য তোমায় শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দে, মজায় কাটাও বছরটা। আগামী বছর আরও বিশেষ হয়ে উঠুক, বড় স্বপ্ন এবং যা যা চাও সেগুলো পূরণের মাধ্যমে। এসব কেতাবি কথা ছাড়াও আমার অন্তর দিয়ে এটা বলতে চাই যে শুভ জন্মদিন দ্য সাহেব ভট্টাচার্য। দ্য ডোরেমন, দ্য সুপারম্যান। গোটা পৃথিবী তোমায় আশীর্বাদ দিক ভালো থাকার, আনন্দে থাকার, ভালোবাসায় থাকার। তুমি যেমন তেমনটাই থেকো। আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই আমায় তুমি যা যা শিখিয়েছ সেগুলোর জন্য।’ পোস্টের নীচে অনেকেই সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: Tmc Councilor: কসবায় সুশান্তের ওপর হামলার তদন্তে নয়া মোড়

Image source-Google

By Torsha