এবার পুজোতে রিলিজ করেছিল একসাথে চারটে সিনেমা। তবে সবাইকে পিছনে ফেলে ব্যবসার ক্ষেত্রে লক্ষ্মী লাভ করেছে সৃজিতের দশম অবতার। অন্যদিকে বাঘাযতীন সিনেমায় অসাধারণ অভিনয় করেও দেব কিছুটা হলেও এক্ষেত্রে পিছিয়ে আছেন। এবার সেই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে ফেললেন টলিউডের আরেক প্রযোজক রাণা সরকার। বাঘাযতীন সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করার আবেদন করলেন তিনি।

রাণা সরকার (Rana Sarkar) ফেসবুকে লিখলেন, ‘দেব অভিনীত বাঘাযতীন সিনেমাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রাম কে স্মরণ ও উদযাপন করা হয়েছে। বাঙালি হিসেবে আমরা গর্বিত বাঘাযতীন নিয়ে সিনেমা তৈরী হওয়াতে।’ এরপর যোগ করেন, ‘অন্যান্য রাজ্যে এমনকি প্রপাগ্রান্ডা সিনেমাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। রাজ্য সরকারকে অনুরোধ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যাতে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তাই এটিকে ট্যাক্স ফ্রি করা হোক।’

যদিও ধূমকেতু সিনেমাটি মুক্তি নিয়ে রানা (Rana Sarkar) এবং দেবের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিলনা। তবে ধীরে ধীরে সম্পর্কের বরফ গলেছে। এখন একে অপরের হয়ে কথা বলেন তারা। আর এটিও তারই নমুনা।

আরো পড়ুন: Ranbir Kapoor: সমস্ত অভিযোগ নিয়ে নির্বিকার স্বয়ং রণবীর কাপুর, কি বললেন তিনি?

Image source-Google

By Torsha