ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যাদবপুরের এক ছাত্রীর বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা অনেককেই বলতে শুনেছি, ক্যাম্পাসে এতো বিয়ারের বোতল কেন? যাঁরা এসব বলছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও মদ্যপান করেন। তাঁরা নিজেদের ঘরে করেন। আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। তাই আমাদের অধিকার রয়েছে যে আমরা চাইলে ক্যাম্পাসে মদ্যপান বা ধূমপান করতে পারি।”
তার এই মন্তব্যের পরেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠছে যাদবপুরের কালচার নিয়েও। এরই মধ্যে সেই যাদবপুর কাণ্ডকে আরো একটু উস্কে দিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।
ব্যঙ্গ করে অনিন্দ্য (Anindya Chatterjee) ফেসবুকে লেখেন, “জ্বর আর অ্যান্টিবায়োটিকের ঘোরে প্রথমে ভাবলাম উরফি জাভেদ, তারপরে বুঝলাম আমার চোখের ভুল, আসলে ওটা যাদবপুর ! মাথা কাজ করছে না । আমার ভুল!” ‘গাঁটছড়া’ অভিনেতার এমন ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দিয়েছে নেটপাড়ার একাংশ। কেউ বা প্রশ্ন ছুঁড়েছেন- আপনি যাদবপুরের প্রাক্তনী না? এই প্রসঙ্গে অভিনেতার উত্তর- “আমি কোনওকালেই পড়াশুনোয় ভাল নই, যাদবপুর অনেকদূর।”
আরও পড়ুন: Manali Dey: এখনও সপ্তকের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় মানালিকে, জানালেন অভিনেত্রী
Image source-Google