নির্বাচনের পর তৃণমূলকে কটাক্ষ করলেন মোদী (Modi)। ত্রিপুরা, গোয়াতেও নির্বাচনে লড়ছে তৃণমূল।
উত্তরপ্রদেশে সমাজাবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের জন্য প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশে সোমবার ছিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর সেদিনই কানপুরের জনসভা থেকে তোপ দাগলেন মোদী। তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী।
সোমবার কানপুর জেলার আকবরপুরে একটি জনসভা মোদীর তোপ, ‘একজন তৃণমূল নেতা বলছেন যে, তাঁর দল গোয়াতে জোট বেঁধে তাঁরা লড়ছে যাতে হিন্দু ভোট ভাগ হয়।
আপনারা এই সাহসটা দেখেছেন? এটা কি গণতন্ত্র? এটাই কি ধর্মনিরপেক্ষতা? আপনি প্রকাশ্যে হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, তাহলে আপনারা কাদের ভোট একত্রিত করতে চাইছেন?’
এদিন মোদী (Modi) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন। মহুয়ার একটি বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, মহুয়া বলেছেন গোয়ায় মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূল জোট করেছে যাতে হিন্দু ভোট টানা যায়।
আরও পড়ুন : Governor : রাজ্যপালের বিরুদ্ধে মামলা, জরিমানা আইনজীবীর
উল্লেখ্য, তৃণমূল উত্তরপ্রদেশে বিরোধী দল সমাজবাদী পার্টিকে সমর্থন করছে। মমতা সম্প্রতি লখনউ গিয়ে অখিলেশের সমর্থনে সভা করেছেন। তিনি আবার বারাণসী যাবেন বলে জানিয়েছেন। যেটা কি না প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র।
সোমবার নিজের ভাষণ মোদী বলেন, বিজেপি ফের উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে। জাতি-ধর্মের ঊর্ধ্ব গিয়ে মানুষকে এক করবে তাঁর দল।
বিশেষ করে মুসলিম মহিলারা নিঃশব্দে তাঁর দলকে সমর্থন করছে বলে দাবি করেন মোদী।
তিন বছর আগে তিন তালাক প্রথা নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মুসলিম বোনেরা, কোনও শব্দ না করেই বাইরে বেরিয়ে মোদীকে আশীর্বাদ করছেন।
যখন কোনও মুসলিম মহিলা তাঁর বাপের বাড়ি থেকে খালি হাতে ফেরে তখন তাঁকে তিন তালাক দিয়ে দেওয়া হত।
আজ আমরা তাঁদের এমন আইন দিয়েছি যা তাঁদের তিন তালাক থেকে রক্ষা করবে।’