হিন্দি সিনেমা আসলে বাংলা সিনেমাকে কোনো সিনেমা হল খুব একটা বেশি পাত্তা দেয়না এ অনেকবার দেখা গেছে। অভিযোগ, প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। আবারও সেই একই চিত্র। ২রা জুন মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অর্ধাঙ্গিনী (Ardhangini)। ভালোই সাড়া ফেলেছে এই সিনেমা। কিন্তু “আদিপুরুষ” রিলিজ করার কারণে শোনা যাচ্ছে হল থেকে সরিয়ে দেওয়া হবে এই সিনেমা।
আর এই নিয়েই প্রতিবাদের সুরে রবিবার প্রযোজক রাণা সরকার (Rana Sarkar) ফেসবুকে লিখলেন, ‘বাঙালি প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। নাহলে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে। সামনের শুক্রবার বড় বাজেটের বলিউডি ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পাচ্ছে। তাই বাংলা সিনেমাকে হল থেকে নামিয়ে দেওয়া হবে। পাঠানের সময় একই ঘটনা ঘটেছিল। ‘অর্ধাঙ্গিনী’ একটা ভালো বাংলা সিনেমা হিসেবে দর্শক মহলে সমাদৃত। মিডিয়া রিভিউ খুব ভালো, দ্বিতীয় সপ্তাহেও হইহই করে হল ভর্তি করে দিচ্ছে দর্শক। তবুও একটা বাইরের সিনেমা রিলিজের জন্য ‘অর্ধাঙ্গিনী’-কে সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে।’
শুধু তাই নয়, রানা (Rana Sarkar) আরো বলেন, ‘আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা খুবই স্বার্থপর, নিজের গায়ে আঁচ না লাগলে মুখ খুলি না, এবারও হয়তো তাই হবে, যার সিনেমা সে ছাড়া হয়তো অন্য কেউ মুখ খুলবে না। কিন্তু বাংলা সিনেমাপ্রেমী মানুষরা কেন চুপ থাকবেন? এই প্রতিবাদ এখন না করলে ভবিষ্যতে ভালো বাংলা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন। গর্জে উঠুন, সামনের সপ্তাহে ‘অর্ধাঙ্গিনীর’ একটাও শো কমানো চলবে না।’
প্রসঙ্গত, শাহরুখ খানের ‘পাঠান’ চলাকালীন বাংলায় মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগের ছবি ‘কাবেরী অন্তর্ধান’। সেই সময় কিন্তু হল পায়নি ছবিটি এবং তা নিয়ে মুখ খুলেছিলেন কৌশিক। বলেছিলেন, ‘মুম্বইয়ের ডিস্ট্রিবিউটররা হুলিয়া জারি করে হলের সমস্ত শোয়ের স্লট দখল করে নিচ্ছে। যার পরিণাম ভুগতে হচ্ছে বাংলা সিনেমাকে। প্রসাশনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া’। এখন সময়ই বলবে ‘অর্ধাঙ্গিনী’র সঙ্গে এমন কিছু ঘটে কিনা!
আরো পড়ুন: Recipe: বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন সুজি ব্রেড টোস্ট
Image source-Google