প্রায় আট বছর পর স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করেন রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)। কিন্তু চার মাসেই যে তার সফর শেষ হবে তা কে জানত! মেয়েবেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এলেন রূপা, তার পরিবর্তে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। কেনো সরে গেলেন রূপা? নিজের মুখেই জানালেন তিনি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতে শুরু করেছেন, ‘রূপা ছাড়া বীথি মাসিকে ভালো লাগছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে হঠাৎ বদল নেওয়া যাচ্ছে না।’ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে প্রশ্ন করা হলে আনন্দ প্লাসকে রূপা জানালেন, ‘ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছিল তা আমি মানতে পারছিলাম না। এই সময়ে দাঁড়িয়ে একটা সিরিয়াল এতটা রিগ্রেসিভ হতে পারে তা সত্যিই ভাবা যায় না।’

রূপা (Rupa Ganguly) জানান ধারাবাহিকের চরিত্রটি তার প্রথমে ভালো লেগেছিল। তাই তিনি রাজি হয়েছিলেন। কিন্তু এখন তাকে দেওয়া ক্যারেকটার ব্রিফের সাথে তার চরিত্রের কোনো মিল না পাওয়ায় ক্ষুব্ধ হন রূপা। তিনি বারবার মেয়েবেলা-র নির্মাতা ও চ্যানেলের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু তাকে বলা হয় ‘বাজারে এটাই চলছে’। প্রযোজক নিসপালের সাথে যোগাযোগ হওয়ার পরেও কোনো লাভ না হওয়ায় তিনি শেষ পর্যন্ত সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ধারাবাহিকের নায়িকা মৌকে বিপদে ফেলার জন্য নানারকমের কাজ করে চলেছেন বীথিকা। কখনো তার ঘরের এসি খারাপ করে দিচ্ছেন কখনো খাবার থালা লুকিয়ে রাখছেন। এসব নোংরামো ভালো লাগেনি রূপার। তিনি এও বলেন, ‘এগুলো চল্লিশ বছর আগে দেখালে মেনে নেওয়া যেত। সবচেয়ে বড় কথা বীথি যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার পিছনে কোনও যুক্তিও নেই।’

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha