সকাল থেকেই মুখ ভার আকাশের! ভোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে কলকাতা-সহ একাধিক জায়গায়। যার জেরে সোমবার তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। পাশাপাশি সোমবার সকাল থেকেই দীঘায় (Digha) মেঘলা আকাশ ও ছিটে ফোটা বৃষ্টিতে এক মনোরম পরিবেশের দেখা মিলল।

সোম থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এমনকি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানা গিয়েছে। কলকাতায় হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও খবর।

সেই সাথে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে।আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও, পরবর্তী দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

 

 

 

আরো পড়ুন:Basirhat:বসিরহাটে মৃত বিপজ্জনক গাছ কাটলো বন দপ্তর,পাল্টা গাছ লাগানোর দাবি গ্রামবাসীদের