হঠাৎই একসাথে দেখা মিলল রানি, অনিল ও মাধুরীর। হঠাৎ একসাথেই দেখে বেশ আনন্দিত তাদের ভক্তরা। কিন্তু আসল ব্যাপারটা কি? রানি মুখার্জি (Rani Mukherjee) অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখার জন্য গিয়েছিলেন মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর (Anil Kapoor)। শুধু তাই নয়, ছবি দেখার পর একটি রিভিউ পোস্ট করেছেন তারা।

অনিল (Anil Kapoor) লিখেছেন, ‘গত রাতে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে দেখতে গিয়েছিলাম। সুন্দর একটা অভিজ্ঞতা হল। এটা সহজেই বলা যায় যে এটা রানির (Rani Mukherjee) সেরা পারফরম্যান্স। এই ছবি অন্তত তেমনটাই বলছে! গল্পটি ভীষণ সুন্দর এবং মর্মস্পর্শী, তবে রানির অভিনয় এটিকে আরও অসাধারণ করেছে।’

ছবি দেখে মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘গতকাল এই সুন্দর ছবিটি দেখেছি। পরিচালক এটিকে ভীষণই সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। ছবির পুরো টিম এবং রানিকে অভিনন্দন। রানি এখনে আরও একটি রুদ্ধশ্বাসপূর্ণ করে তুলে ধরেছেন।’

প্রসঙ্গত, গত ১৭ই মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে রানি মুখার্জি (Rani Mukherjee) ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ভ। এক বাঙালি এনআরআই দম্পতি সাগরিকা ভট্টাচার্য এবং তাঁর স্বামী অনুরূপ ভট্টাচার্যের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। যেখানে মূলত নরওয়ে সরকার তাদের বাচ্চাকে কেড়ে নেওয়ার পর তাদের ফিরে পেতে যে লড়াই করতে হয়েছিল সাগরিকাকে, তাই দেখানো হয়েছে ছবিতে। ছবিটি এখনও পর্যন্ত বিশ্বব্য়াপী ৩৯.৯৩ কোটি টাকা ব্যবসা করেছে।

আরো পড়ুন: Purulia:মৎস্যজীবীদের একত্রিত করতে ‘ফিস’ সম্মেলনের আয়োজন পুরুলিয়ায়

Image source-Google

By Torsha