টিআরপি বড়ই অদ্ভুত জিনিস কখন যে কী হয়, তা বলা খুব মুশকিল। আজ যে প্রথম দশেও কাল সে লিস্ট থেকেই বাদ হতে পারে না কে বলতে পারে।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি রিপোর্ট কার্ড।
এসপ্তাহের টিআরপি অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে ‘ধুলোকণা’ ধারাবাহিকটি। এসপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৮.২। লালন ও ফুলঝুরির জীবনের হাজারও সমস্যা এখন দর্শকের কাছে সবচাইতে কৌতূহলের বিষয়। দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং ধারাবাহিকটি। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই ধারাবাহিকের পারফরম্যান্স বেশ ভাল। এবারের ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০।
অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে দুই ধারাবাহিক। এই দুই ধারাবাহিকই প্রসঙ্গত টিআরপি তালিকায় কখনও না কখনও প্রথম স্থানে থেকেছে। প্রথমটি হলো গাঁটছড়া দ্বিতীয় ধারাবাহিক গৌরী এল। এই দুই ধারাবাহিকই এই সপ্তাহে পেয়েছে ৭.৯। অন্যদিকে লক্ষ্মী কাকিমা পিছিয়ে গেলেও আবার উঠে এসেছে চতুর্থ স্থানে। লক্ষ্মী কাকিমার প্রাপ্ত নম্বর ৭.৩। এদিকে মাত্র কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তবে শুরু থেকেই ওই ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে। ঐ ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.১।
আরও পড়ুন…Solanki Roy : দেখে নিন রিয়েল লাইফে ঠিক কেমন সোলাঙ্কি