আজ ‘খেলা হবে দিবসখেলা হবে দিবস‘(Khela Hobe Dibos)। টুইটে যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।
গতবছর বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালিত হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
গতবছর দিনটি উদযাপিত হয়েছে। এবছরও তার অন্যথা হবে না।
মঙ্গলবার সকালেই টুইটে রাজ্যবাসীকে মূলত যুব সমাজকে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
লেখেন, ‘সবাইকে খেলা হবে দিবসের (Khela hobe Dibos) শুভেচ্ছা। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি যুবক-যুবতী এতে অংশ গ্রহণ করুক।’
দিন কয়েক আগেই বেহালা থেকে খেলা হবে দিবসে পথে নামার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেছিলেন, ‘সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন।
খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।’ আহ্বানে সাড়া দিয়ে আজ পথে নামবে যুব সমাজ।
এদিকে এদিন সরকারের তরফেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি ও স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে আজই সম্মানিত করবে রাজ্য সরকার।
অচিন্ত্যকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু’লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি।