বাংলা সিনেমায় এক রঙিন অধ্যায়ের সমাপ্তি (Tarun Majumder) । ৯১ বছর বয়সে চলে গেলেন পরিচালক তরুণ মজুমদার!

ভেন্টিলেশন থেকে ফিরতে পারেননি। এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ মজুমদার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক।

১৪ জুন তাকে (Tarun Majumder) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিনের মধ্যেই তার অবস্থার অবনতি হয় এবং তাকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু এরপর তার শারীরিক অবস্থার আবার অবনতি হতে থাকে। রবিবার তাকে আবার ভেন্টিলেশন দিতে হবে। সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে পারেননি চিকিৎসকরা। সোমবার সকাল ১১টা ১৮ মিনিটে প্রবীণ পরিচালক মারা যান।

১৯৬২ সালে, পরিচালক (Tarun Majumder) তার চলচ্চিত্র ‘কাঁচের শোরগো’ (গ্লাস প্যারাডাইস) এর জন্য প্রথম জাতীয় পুরস্কার জিতেছিলেন। ১৯৯০ সালে কেন্দ্র কর্তৃক মোট চারজন জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালককে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।এছাড়াও, পরিচালককে আনন্দলোক পুরস্কারে সম্মানিত করা হয়।

আরও পড়ুন :SS Rajamouli : মহাভারত তৈরির পরিকল্পনা প্রকাশ করেছেন