ভবানীপুরের গুজরাতি বৃদ্ধ-বৃদ্ধা হত্যা কান্ডের ঘটনা নিয়ে মুখ খুললেন এবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।আজ সকালেই ইকোপার্কে প্রাতঃভ্রমণ যান তিনি।আর সেখানেই নানা ইস্যু নিয়ে ফের বিস্ফোরক মূলক মন্তব্য করেছেন তিনি।

 

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, একশ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ১০০ ফোর্স। তার কিছুটা দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে সবসময় ৫০ ফোর্স থাকে। সেই রকম নিরাপত্তায় মোড়া এলাকা খুন হয়ে যায় কী করে।এরপরই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

দলের অন্দরের কোন কিছু নিয়ে মন্তব্য করা যাবে না, বলে চিঠি দিয়ে সতর্ক করেছে দল। তাই দলের অন্দরে কোনও মন্তব্য তিনি করবেন না। তবে গতকাল কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অতিরিক্ত গরমে এগারো বছরের এক নাবালিকা অসুস্থ হয়ে পড়া, সেটা নিয়েও খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ। বললেন ,’একটি ১১ বছরের নাবালিকা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাকে চোখেমুখে জল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ছবি তুললেন। প্রশ্ন রাজনৈতিক সভায় এত ছোট্ট বাচ্চা মেয়ে এল কেন? কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল পেয়েছে বলে তাকে আসতে হবে? আমরা তো বারেবারে বলেছি। স্কুলের ছাত্রছাত্রীরা কিংবা অল্পবয়সীরা রাজনৈতিক মিটিং-মিছিলে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটা নিয়ে সিমপ্যাথি ক্রিয়েট করছেন।’

 

সামনে পঞ্চায়েত নির্বাচন। কতটা প্রস্তুত বিজেপি?‌ এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) খোঁচা দিয়ে বলেন, ‘‌গত পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে বিজেপিকে প্রার্থী দিতে দেওয়া হয়নি। এবার বোধহয় সেটাই পঞ্চাশ শতাংশে বেঁধে দেওয়া হল। পশ্চিমবঙ্গে যে কোন লোকাল বডি ইলেকশন এভাবেই হয়। পুলিশ তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে লোক নিয়ে আসে। বিরোধীদের কেস দেয়।’‌

 

আরো পড়ুন:Dilip Ghosh:সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণে অমিত শাহের বাণী মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ