রঞ্জি ট্রফিতে প্রথম শতরান করলেন বাংলার উঠতি ব্যাটার সুদীপ ঘরামি (Sudip Gharami)। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুর মাঠে ১৭৭ বলে শতরান করলেন তিনি। রঞ্জি ট্রফিতে এটাই তাঁর প্রথম শতরান। দিনের শেষে এক উইকেট হারিয়ে বাংলা পৌঁছেছে ৩১০ রানে।

সোমবার, ওই ম্যাচের আগে বাংলার হয়ে রঞ্জিতে অর্ধশতরানও ছিল না সুদীপের (Sudip Gharami)। ২৩ বছরের এই ডানহাতি ব্যাটার রঞ্জির গ্রুপ পর্বে সে ভাবে রান পাননি। এর আগে রঞ্জিতে চারটি ম্যাচ খেলে সুদীপের মোট রান ছিল ১০১। তবে সোমবার একটি ইনিংসেই তার থেকে বেশি রান (অপরাজিত ১০৬ রানে) করলেন। ৯৫ রানে ব্যাট করার সময় একটি চার মারেন সুদীপ। পরের বলে এক রান নিয়ে শতরান করেন।

আরও পড়ুন: Rafael Nadal: ফরাসি ওপেন জয়ের পর উল্লাস নাদালের

প্রথমে অভিষেক রামন ৪১ রানে ব্যাট করার সময় পিঠে চোট পান। আহত ও অবসৃত হয়ে মাঠ ছাড়েন অভিষেক। তখন তাঁর জায়গায় ব্যাট করতে নামেন সুদীপ (Sudip Gharami)। ৬৫ রান করেন অভিমন্যু আউট হলেও, সুদীপ ক্রিজে থাকেন। আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকেন। এবং শতরান পূর্ণ করেন।