আগামী ৮ ই ডিসেম্বর “আইএফএ শিল্ড” জয়ের লক্ষ্যে গতবারের চ্যাম্পিয়ন “রিয়াল কাশ্মীর” এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতবর্ষ তথা কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব “মহামেডান স্পোর্টিং”।। ইতিমধ্যেই ক্লাবের কর্মকর্তারা দলগঠনে একের পর এক চমক দিয়েছেন,,ফলস্বরূপ “ডুরান্ড কাপ” এর মতো টুর্নামেন্টে ফাইনালে ওঠার পাশাপাশি এই ঐতিহ্যবাহী ক্লাব দীর্ঘ চল্লিশ বছর পর “কলকাতা লীগ” চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে।। কিন্তু তাতেও থেমে থাকেননি ক্লাবের কর্মকর্তারা।। “আইএফএ শিল্ড” জয়ের লক্ষ্যে দলকে আরও শক্তিশালী করে তুলতে সুদূর “সার্বিয়া তথা মন্টিনিগ্রো” থেকে উড়িয়ে আনলেন এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে,,সই করালেন “সাদা-কালো ব্রিগেড”এ…
কে এই “Andjelo Rudovic” — চলুন একনজরে দেখে নেওয়া যাক…
৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার ২৫ বছর বয়সী এই ফুটবলার মূলতঃ খেলতে পছন্দ করেন “অ্যাটাকিং মিডফিল্ডার” হিসাবেই।। যুগোস্লাভিয়া তে জন্ম এই প্রতিভাবান ফুটবলার ইতিমধ্যে দক্ষতার সঙ্গে সার্বিয়া তথা মন্টিনিগ্রোর একাধিক প্রথম সারির ক্লাব সহ বিভিন্ন নামী দামী ফুটবল ক্লাবে দক্ষতার সঙ্গে ফুটবল খেলেছেন ও নিজের জাত চিনিয়েছেন।। উল্লেখ্য যে,,মন্টিনিগ্রো অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন মহামেডানের এই নতুন বিদেশী।। দুর্দান্ত পাসিং ও হেডিং দক্ষতা সম্পন্ন এই বিদেশী ফুটবলারের সংযোজনে মহামেডান দল যে আরও শক্তিশালী হবে এবিষয়ে কোনও সন্দেহ নেই…
গতকাল সন্ধ্যাবেলা শহরে পা রাখলেন সাদা কালো ব্রিগেডের এই নতুন বিদেশী।। তাকে কলকাতা বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন “মহামেডান স্পোর্টিং ক্লাব” এর জেনারেল সেক্রেটারি “দানিশ ইকবাল”,,ফুটবল সেক্রেটারি তথা টিম ম্যানেজার অর্থাৎ ভারতের অন্যতম সেরা বাঙালি স্ট্রাইকার তথা প্রাক্তন ফুটবলার “দীপেন্দু বিশ্বাস”,, সিনিয়র অফিসিয়াল তথা ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি “বেলাল আহমেদ খাঁন” সহ একাধিক কর্মকর্তা।। এই নতুন বিদেশীর ওপর যথেষ্ট ভরসা রাখছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকরা।। Andjelo Rudovic তার নতুন ক্লাবকে কতটা সার্ভিস দিতে পারেন এবার সেটাই দেখার জন্য অপেক্ষায় রয়েছে আপামর সাদা কালো সমর্থককুল..