পহেলগাঁও হামলায় প্রাণহানির পর দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ। এরই পরিপ্রেক্ষিতে মাত্র ১৫ দিনের মধ্যে ভারত চালায় কৌশলগত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ভারতীয় সেনার দাবি, এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি সক্রিয় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। মাঝরাতে চালানো এই হামলা ছিল নির্ভুল ও লক্ষ্যভেদী।
সামাজিক মাধ্যমে এই অভিযানের প্রশংসা করেছেন বলিউডের একাধিক নামী তারকা। জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী বার্তায় তাঁরা একমত।
অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেন, “সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যায় না। আমাদের সেনা শুধু প্রতিশোধ নেয়নি, বার্তাও দিয়েছে— ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ফল ভুগতে হবে।”
অক্ষয় কুমার, যাঁর ছবিতে প্রায়ই দেশপ্রেম ও দায়িত্ববোধের ছাপ থাকে, লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল।” তাঁর এই বার্তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
সুনীল শেট্টি বলেন, “সন্ত্রাসবাদ শুধুই ধ্বংস ডেকে আনে। এর কোনও ভবিষ্যৎ নেই। সময় এসেছে সঠিক জবাব দেওয়ার।”
অভিনেতা রীতেশ দেশমুখ ও পরিচালক মধুর ভান্ডারকর দেশের পাশে থাকার বার্তা দেন। মধুর লেখেন, “আমাদের সেনা আমাদের গর্ব। দেশের জন্য এই ত্যাগ ও সাহস চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই একসঙ্গে আছি, এক জাতীয় চেতনায়।”
অনেকেই মনে করছেন, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুধু সামরিক সাফল্য নয়, একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও। ভারত চেয়েছে, বিশ্ব বুঝুক— দেশের নিরাপত্তা প্রশ্নে কোনও আপস নয়।
Image source-Google