পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল লশকর-ই-তৈয়বা। ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমেও এর প্রভাব পড়ে — হানিয়া আমির ও মাহিরা খান-সহ বহু তারকার অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়।

 

পহেলগাঁও ঘটনার ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এই অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিয়া ও মাহিরা।

 

‘অপারেশন সিঁদুর’(Operation Sindoor) নিয়ে হানিয়া লিখেছেন, “আমি ব্যথিত, ক্ষুব্ধ। একজন শিশুর মৃত্যুর কথা জেনে মন ভার হয়ে আছে। পরিবারের উপর আঘাত এসেছে। সুরক্ষা দেওয়ার নামে নিরীহ মানুষের উপর এই ধরনের হামলা কীভাবে যুক্তিযুক্ত হতে পারে? এটা কৌশল নয়, এটা নিষ্ঠুরতা। এটা শক্তির প্রকাশ নয়, বরং দুর্বলতার। আমরা এসব দেখছি।”

 

মাহিরা (Mahira Khan) খানও পহেলগাঁও হামলার সময় জঙ্গি কার্যকলাপের নিন্দা জানিয়েছিলেন। এবার তিনি ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে লিখেছেন, “এই হামলাও একইভাবে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন এবং সবাইকে সুবুদ্ধি দান করুন।”

আরো পড়ুন: Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে চুরির অভিযোগ ধামাচাপা, ওড়িশার মন্ত্রীর তদন্তে সত্য উদঘাটিত, কুৎসার প্রতিবাদ মমতার

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *