বর্তমানে বলিউডে নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)। বারংবার তিনি মহিলাদের মন নিয়ে নানান কথা বলে থাকেন। এবার তিনি ঋতুস্রাব মেয়েদের ওপর কি প্রভাব ফেলে সেই নিয়ে কথা বললেন। প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছেন পুরুষদের দিকে আদেও কি তারা মহিলাদের জন্য সহানুভূতিশীল থাকেন এই সময়?

নায়িকা বলেন কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করেন, “এখন কি মাসের সেই সময়টা চলছে?” এই প্রসঙ্গে জাহ্নবী বলেন, “এই প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তা হলে আপনাকে স্বাগত। কারণ, এই যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং ভিন্ন প্রভাব ফেলে মহিলাদের শরীরে।”

জাহ্নবী (Janhavi Kapoor) এই প্রসঙ্গে আরও বলেন, “আমি নিশ্চিত বলতে পারি, এক মিনিটের জন্যও এই যন্ত্রণা ও মেজাজের ওঠাপড়া পুরুষরা মেনে নিতে পারবেন না। পুরুষদের ঋতুস্রাব হলে হয়তো পরমাণু যুদ্ধ বেধে যেত।”

আরো পড়ুন: Digha: উদ্বোধনের আগেই ‘দেব-বার্তা’? দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ!

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *