তারকাদের চেহারার পরিবর্তন সবসময়ই জনতার নজরে থাকে। সামান্য ওজন ওঠানামাতেও শুরু হয়ে যায় গুঞ্জন। গত কয়েক বছরে পাপারাজ্জিদের সক্রিয়তায় এই নজরদারি যেন আরও বেড়েছে।

সম্প্রতি কর্ণ জোহরের (Karan Johar) রোগা হওয়া নিয়েই তেমনই আলোচনা শুরু হয়েছিল। অনেকেই ভাবছিলেন, তিনি হয়তো অসুস্থ। কেউ কেউ আবার ধরে নিচ্ছিলেন, ওজন কমাতে ওষুধের সাহায্য নিয়েছেন পরিচালক-প্রযোজক।

তবে এবার সে জল্পনায় নিজেই ইতি টানলেন কর্ণ। সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচারে এক লাইভে এসে অনুরাগীদের সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি। ওজন কমানো প্রসঙ্গে কর্ণ স্পষ্ট করে বলেন, “আমি অনেক পরিশ্রম করেছি, কোনও ওষুধ খাইনি।”

তিনি আরও জানান, “আমি একদম ঠিক আছি। এর আগে কখনও এত ভালো, এত হালকা অনুভব করিনি। পরিশ্রম করেই ওজন কমিয়েছি।” কর্ণ (Karan Johar) জানান, প্রতিদিন সকালে উজ্জীবিত হয়ে ঘুম থেকে ওঠেন এবং নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁর কথায়, এখন তিনি নিজেকে অনেক সুখী ও ফিট অনুভব করছেন।

এমনকি, কীভাবে এক বেলা খেয়ে ওজন কমিয়েছেন, সেই পদ্ধতিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তাঁর এই খোলাখুলি স্বীকারোক্তিতে স্বস্তি পেয়েছেন ভক্তরাও।

আরো পড়ুন: SSC Scam:স্বস্তি সুপ্রিম কোর্টে!৩১ ডিসেম্বর পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকদের বহাল থাকলো চাকরি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *