সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা প্রশ্ন তুলেছে বাংলা বিনোদন জগতের দায়িত্ববোধ নিয়ে। জনপ্রিয় একটি সিরিয়ালের সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে রাতভর পার্টি ও মদ্যপানের পর সকালে গাড়ি চালিয়ে ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটান সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস, যিনি ইন্ডাস্ট্রিতে ‘ভিক্টো’ নামে পরিচিত। ঠাকুরপুকুর সংলগ্ন এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ঢুকে পড়ে একটি বাজার এলাকায়, যার ফলে আহত হন বেশ কিছু পথচারী।

ঘটনাটি ঘটে পার্টি শেষে ফেরার সময়। সেই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, ও অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা সহ আরও অনেকে। গাড়িতে ভিক্টোর সঙ্গে শ্রিয়াও ছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

ঘটনায় ইন্ডাস্ট্রির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন টলিউডের পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্র (Riddhi Sen)। তিনি লেখেন, ‘স্রেফ একটা সিরিয়ালের TRP বাড়ার জন্য কয়েকজন মানুষের ফুর্তির পরিণতি? একজন মানুষ সকালবেলা সংসারের জন্য বাজার করতে গিয়ে প্রাণ হারালেন। বোমা, গুলি, রাজনৈতিক বা ধর্মীয় সংঘর্ষ, অতিমারী, প্রাকৃতিক দুর্যোগ বা হার্ট অ্যাটাক নয়, এক দল মানুষের উল্লাসের জন্য।’

ঋদ্ধি (Riddhi Sen) আরও লেখেন তাঁর এই পোস্টে, ‘আকণ্ঠ মদ্যপান করে একজন গাড়ির স্টিয়ারিং ধরলেন, আর কিছু লোক সেটা জেনেও গাড়িতে উঠতে রাজি হলেন। তারপর একজন ধরা পড়ল, বাকিরা বেল পেয়ে গেল।’

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রাজস্থানি চিকেন

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *