টানা দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন তমন্না ভাটিয়া (Tamanna Bhatia) ও বিজয় বর্মা। তবে সেই সম্পর্কের ইতি ঘটেছে কিছুদিন আগেই। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—বিয়ে করে সংসার জীবন শুরু করতে চেয়েছিলেন তমন্না। তবে সেই প্রস্তুতি তখন বিজয়ের ছিল না, যার ফলে তৈরি হয় দূরত্ব, এবং শেষমেশ সম্পর্ক ভেঙে যায়।
এই বিচ্ছেদের পরে তমন্নার (Tamanna Bhatia) জীবনে আধ্যাত্মিকতার প্রভাব আরও গভীর হয়েছে কি না, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এর আগে এক সাক্ষাৎকারে ধ্যান ও যোগচর্চার প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি। তমন্না জানিয়েছিলেন, “যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে আমার জীবন বদলে গেছে। জীবনের সবচেয়ে বড় সুখ আমি ধ্যানের মাধ্যমেই পেয়েছি।”
অভিনেত্রী আরও বলেন, “জীবনে যদি কিছু না-ও পাই, তবু নিজেকে সুখী রাখতে শিখে গেছি। এখন আমি যেটুকু পাই, সেটাতেই খুশি থাকতে পারি। আধ্যাত্মিকতা থেকেই আমি এই উপলব্ধি পেয়েছি।”
জীবন ও অস্তিত্ব সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিও বদলেছে বলে জানান তমন্না। তাঁর কথায়, “জীবন ও বেঁচে থাকার প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সময় খারাপ গেলে সেটি মেনে নিতে ও সেখান থেকে বেরিয়ে আসতেও এখন পারি। তাই আমি সকলকে ধ্যান ও যোগসাধনা করার পরামর্শ দেব।”
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন মহব্বত কা শরবত রেসিপি
Image source-Google